আত্ম-কর্মসংস্থানে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং পরিচিতি উপস্থাপনা (Freelancing Introduction Presentation)
মোঃ আল মাসুদ
ফাউন্ডার এবং সি.ই.ও
আইটি ভ্যানিলা
আলোচ্য বিষয়সমূহ
- আউটসোর্সিং কি?
- ইনকামের ধরণ
- শীর্ষ নিয়োগকারী ও শীর্ষ কর্মী দেশ
- ফ্রীল্যান্সারদের কয়েকটি রাজধানি
- চুক্তি , সার্ভিস ও প্রোডাক্ট ভিত্তিক আয়
- কাজ পাওয়ার জন্য টিপস
- ইঙ্কামের ধরন
- ফ্রীল্যান্সার ও কাজের পরিসংখ্যান
- অর্থ উত্তোলনের মাধ্যমসমূহ
- ফ্রিল্যান্সিং কি?
- ফ্রিল্যান্স মার্কেটপ্লেস পরিচিতি
- কয়েকটি জনপ্রিও মার্কেটপ্লেস
- ইন্টারনেটে কাজের প্রকারভেদ
- কাজের তুলনামূলক চিত্র
- ফ্রীল্যান্স কাজের তালিকা
- ক্যাটাগরি ভিত্তিক কাজ
আউটসোর্সিং কি?
- আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে অন্য কোন প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া।
- এই কাজ হতে পারে পণ্যের ডিজাইন অথবা সম্পূর্ণ উৎপাদন করা।
- সাধারণত উৎপাদন খরচ কমানোর জন্য আউটসোর্সিং করা হয়।
- অনেক সময় পর্যাপ্ত সময়, শ্রম বা প্রযুক্তির অভাবেও আউটসোর্সিং করা হয়।
- একটি প্রতিষ্ঠানের কাজ নিজ দেশে সম্পন্ন না করে ভিন্ন দেশ থেকে করিয়ে নেয় অনেকে। একে বলা হয় অফ্শোর আউটসোর্সিং (Offshore Outsourcing)।
- এর মূল লক্ষ্য হচ্ছে পণ্যের গুণগত মান ঠিক রেখে কম পারিশ্রমিকের মাধ্যমে কাজটি সম্পন্ন করা।
ফ্রিল্যান্সিং কি?
- কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া স্বতন্ত্রভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং (Freelancing) বলা হয়।
- একজন ফ্রিল্যান্সারের একদিকে রয়েছে ভিন্ন ভিন্ন কাজ নির্ধারণের সুযোগ, অন্যদিকে রয়েছে যখন ইচ্ছে তখন কাজ করার স্বাধীনতা।
- গতানুগতিক ৯টা-৫টা অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার স্বীমাবদ্ধ নয়।
- ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং করতে এখন কোন নির্দিষ্ট স্থানে যেতে হয় না।
- একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ থাকলেই যেকোন জায়গা থেকেই ফ্রিল্যান্স কাজগুলো করা যায়।
সুতরাং ফ্রিল্যান্সিং কোন কাজ নয়, কাজ করার ধরণ মাত্র
ফ্রিল্যান্স মার্কেটপ্লেস পরিচিতি
- যেসব ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং উপযোগী কাজ পাওয়া যায় সেগুলোকে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস বলা হয়।
- মার্কেটপ্লেসে দুই ধরনের ব্যবহারকারী থাকে:
– যারা কাজ প্রদান করে তাদেরকে বলা হয় ক্লায়েন্ট / বায়ার (Buyer) / কনট্র্যাক্ট হোল্ডার
– যারা কাজগুলো সম্পন্ন করে দেয় তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার / সেলার / কনট্র্যাক্টর
- ক্লায়েন্ট কাজের বিবরণ লিখে মার্কেটপ্লেসে বিজ্ঞপ্তি / পোস্ট দেন। একাধিক ফ্রিল্যান্সার তাতে আবেদন বা বিড (Bid) করে। ক্লায়েন্ট তাদের মধ্যে থেকে এক বা একাধিক ফ্রিল্যান্সারকে নির্বাচন করে কাজ দেয়।
- কোন কোন মার্কেটপ্লেসে ক্লায়েন্টরা প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ীরা প্রাইজ মানি জিতে নেন।
- কোন ডিজিটাল প্রডাক্ট তৈরি করে বিক্রি করার মাধ্যমেও কিছু মার্কেটপ্লেস থেকে আয় করা যায়।
মার্কেটপ্লেস
- Upwork – General (Bid) upwork.com
- Freelancer – General (Bid & Contest) freelancer.com
- Guru – General (Bid) guru.com
- Fiverr – General (Gig) fiverr.com
- People Per Hour – General (Gig & Bid) peopleperhour.com
- iWriter – Writing Jobs (Bid) iwriter.com
- 99 Designs – Design Jobs (Contest) 99designs.com
- Theme Forest – Web Design Products themeforest.net
- Graphic River – Graphical Products graphicriver.net
প্রকারভেদ
- সফটওয়্যার প্রোগ্রামিং
- ওয়েবসাইট প্রোগ্রামিং
- ওয়েবসাইট ডিজাইন
- গ্রাফিক ডিজাইন
- এনিমেশন / কার্টুন তৈরি
- গেমস তৈরি
- প্রজেক্ট ম্যানেজমেন্ট
- এস.ই.ও / ডিজিটাল মার্কেটিং
- লেখালেখি
- ডাটা এন্ট্রি
ইত্যাদি অনেক রকম কাজ রয়েছে
চুক্তি, সার্ভিস ও প্রোডাক্ট ভিত্তিক আয়
- প্রজেক্ট ভিত্তিক চুক্তির মাধ্যমে আয়
- আওয়ারলি/ঘন্টায় চুক্তির মাধ্যমে আয়
- স্কিল অনুযায়ী সার্ভিস পেকেজ সেল করে আয়
- ডিজিটাল প্রোডাক্ট থেকে রয়্যালটি ইনাকাম
কাজ পাওয়ার জন্য কিছু টিপস্
- আত্মবিশ্বাস
- যে বিষয়ে ফ্রিল্যান্সিং করতে চান, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
- মার্কেটপ্লেস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা
- মার্কেটপ্লেসে একাউন্ট এবং ১০০ ভাগ প্রোফাইল কমপ্লিট
- পোর্টফলিও (Portfolio) / কাজের সেম্পল
- কমিউনিকেশন স্কিল
- ইংরেজি ভীতি না থাকা
ইনকামের ধরন
অ্যাক্টিভ ইনকাম কি?
আপনি শ্রমের বিনিময়ে টাকা পাচ্ছেন সেটা অ্যাক্টিভ ইনকাম। প্রতি ঘন্টা কাজ করে যে মজুরি পাবেন সেটা হলো অ্যাক্টিভ ইনকাম। আপনি গ্রাফিক ডিজাইন করে বা ওয়েব ডিজাইন করে যে ডলার পাবেন সেটা একটা অ্যাক্টিভ ইনকাম।
প্যাসিভ ইনকাম কি?
একটি নির্দিষ্ট সময় ও শ্রমের বিনিময়ে দীর্ঘ দিন ইনকামের যে বিষয় সেটা হলো প্যাসিভ ইনকাম। যেটার ফল আপনি অনেক দিন পর্যন্ত পাবেন। ইউটিউবার, ব্লগার / রাইটার, ডিজাইনার অথবা মার্কেটার হন তবে আপনি একটি ভালো প্যাসিভ ইনকাম করতে পারবেন।
ইনকামের ধরন
আমরা যারা অনলাইনে ক্যারিয়ার গড়ার চিন্তা করব, তারা সব সয়ম একটা কথা মনে রাখব, ‘অ্যাক্টিভ’ ইনকামের পাশাপাশি একটি ‘প্যাসিভ’ ইনকামের রাস্তা খুজে বের করার।
আমি বলছি না অ্যাক্টিভ ইনকাম কম হয় বা খারাপ। অনেকেই অ্যাক্টিভ ইনকাম করে পরে প্যাসিভ ইনকামের রাস্তা পেয়ে যায়। আমরা সাধারনত যারা অনলাইনে ইনকামের সপ্ন দেখি তার বেশির ভাগই অ্যাক্টিভ ইনকাম দিয়ে শুরু করি। আস্তে আস্তে যখন অনলাইন মার্কেটিং শিখে যাই, তখনই শুরু হয় প্যাসিভ ইনকাম করার চিন্তা।
উদারহণ
- অ্যাফিলিয়েট মার্কেটিং (অ্যামাজন অ্যাফিলিয়েট)
- ব্লগ মনিটাইজেশন (অ্যাডসেন্স, অ্যাডচয়েস ইত্যাদি)
- ব্লগ নেটওয়ার্ক (লিংক সেল / গেস্ট পোস্ট)
- ভিডিও মনিটাইজেশন (ইউইউব, ফেসবুক)
- ডিজিটাল প্রোডাক্ট সেল (এনভ্যাটো মার্কেট, সি.পি.এ মার্কেটিং)
- প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট ডিজাইন ও মার্কেটিং
- নিশ্ বিল্ডিং, ইনফ্লুএন্সার মার্কেটিং
- লিস্ট বিল্ডিং (ইনফ্লুএন্সার আউটরিচ লিস্ট)
পরিসংখ্যান
FREELANCERS IN BANGLADESH
- Global Ranking in outsourcing : 2nd
- Global Market share in Outsourcing : 16.8%
- Registered Freelancers : 650 K
- Online Freelancers : 500 K
- Agency Freelancer : 2,568
- Annual Income : $100 M
FREELANCER RATIO IN BANGLADESH
- Sales & Marketing : 40.2%
- Creative & Multimedia : 24.9%
- Soft. Development & Technology : 22.1%
- Clerical & Data Entry : 7.4%
- Writing & Translation : 2.7%
- Professional Services : 2.7%
অর্থ উত্তোলনের মাধ্যমসমূহ
- মার্কেটপ্লেস থেকে সরাসরি ব্যাংক এর মাধ্যমে
- পেওনার (www.payoneer.com) ডেবিট মাস্টারকার্ড
- আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস। যেমন: Xoom, Transferwise
- ব্যাংক থেকে ব্যাংকে ওয়্যার ট্রান্সফার (Wire Transfer)
যেমন: মানিগ্রাম, ওয়েস্টার্ন ইউনিয়ন - চেক-এর মাধ্যমে
- বাংলাদেশে অনুমোদিত নয় (পেপাল, বিটকয়েন)
কাদের জন্য এই মুক্ত পেশা?
- যাদের অতিরিক্ত লোভ নেই।
- যারা কাজ শেখার ধৈর্য রাখে।
- যাদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মত কমিউনিকেশন স্কিল আছে।
- যারা আয় করার জন্য শর্টকাট খোঁজে না।
- যাদের জীবনের লক্ষ্য এবং তা অর্জন করার প্রবল ইচ্ছা ও চেষ্টা আছে।
- যারা সৎ পথে জীবিকা নির্বাহ করতে চায়।
- যাদের প্রতিনিয়ত নতুন কিছু শেখা এবং আজীবন শিখতে থাকার প্রবণতা আছে।
কাদের জন্য এই পেশা নয়?
- যারা কাজ শেখা ও গুনগতমানের চেয়ে টাকাকে বেশি মূল্যায়ন করেন বেশী।
- যারা সহজে আয়ের পথ খুঁজবেন।
- যারা মনে করছেন শেখা শুরুর ১৫ দিন – ১ মাসের মধ্যেই কাড়ি কাড়ি টাকা আয় করবেন।
- যারা ফ্রিল্যান্সিং ট্রেইনিং সেন্টারের চটকদার বিজ্ঞাপন ‘ঘরে বসে লাখ টাকা’ দেখে এই পেশার জন্য আগ্রহী হয়েছন।
- যারা ফ্রিল্যান্সিং কে খুব সহজ ভাবেন।
কিভাবে আসবেন এই পথে
- প্রথমেই ‘ভাই, সহজে ইনকামের উপায় কি?’ বলে কাউকে ইরিটেট করবেন না।
- সবার আগে কম্পিউটার চালনা আয়ত্ত্বে আনুন।
- এরপর গুগল ব্যাবহার করে বিভিন্ন ফিল্ড সম্পর্কে খোঁজ নিন।
- রিসার্চ করে নিজের জন্য একটি স্কিল বেঁছে নিন এবং তা নিজে শেখার চেষ্টা করুন।
- বেসিক কিছুটা বুঝলে, তখন প্রফেশনালদের হেল্প নিন। তবে ইনবক্সে হাই-হ্যালো দেওয়া থেকে বিরত থাকুন। সরাসরি কাজের কথা বলুন।
- ধৈর্য ধরে নিজেকে আরও স্কিল্ড বানানোর জন্যে নতুন নতুন স্টাডি করতে থাকুন।
- কাজ পাওয়ার থেকে বেশি পোর্টফোলিও বানানোতে জোর দিন। প্রয়োজনে আপনার ফিল্ডের সিনিয়রদের কাজ ফ্রী’তে করুন। এর সুফল পরে পাবেন।
টিউটোরিয়াল ওয়েবসাইট, ব্লগ এবং চ্যানেল
- সকল বিষয় – www.feelancerstory.com
- অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং – www.marketever.com
- অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং (বাংলায়) – www.projuktigeek.com
- এস ই ও – www.nshamim.com
- ওয়েব ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট – Rasel Ahmed (YouTube)
- পি এইচ পি , জাভা, পাইথন – Learn with Hasin Hayder (YouTube)
- সি-প্রগ্রামিং – Sharif Chowdhury (YouTube)
এবং www.itvanilla.com/learn এ গিয়েও শিখতে পারেন
কিছু সাহায্যকারী ফেসবুক গ্রুপ
- UpWork Bangladesh
www.fb.com/groups/upworkhelpline - Fiverr Bangladesh
www.fb.com/groups/fiverr.com.bd - Bangladeshi Creatives on 99Designs
www.fb.com/groups/bc99designs - AMZ Affiliate Bangladesh
www.fb.com/groups/AmazonAffiliateBangladesh - Bangladesh Video Marketers
www.fb.com/groups/BangladeshYouTubeMarketers - Teespring BD
www.fb.com/groups/TeeSpringBD - GearLaunch Bangladesh
www.fb.com/groups/GearLaunchBangladesh - Viralstyle Bangladesh
www.fb.com/groups/ViralstyleBangladesh
এবং www.fb.com/groups/it.vanilla তে যোগ দিতে পারেন
অনুপ্রেরণায় বাংলাদেশি ফ্রিল্যান্সার
- ফ্রিল্যান্সাররা বাংলাদেশকে IT এবং ITES আউটসোর্সিংয়ের জন্য একটি হাব-এ পরিণত করেছে ।
- আইসিটি বিভাগের মতে, 650,000 নিবন্ধিত ফ্রিল্যান্সার রয়েছে এবং প্রায় 500,000 নিয়মিত কাজ করছে, বছরে 100 মিলিয়ন ডলার উপার্জন করছে।
– মাহমুদ হোসেন অপু / ঢাকা ট্রিবিউন
- জনপ্রিয় ফ্রিল্যান্সিং মারকেটপ্লেস আপওয়ার্ক-এ বাংলাদেশের কিছু প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সারদের তালিকা দেখা যাবে এই লিংকে: www.upwork.com/l/bd
২০২২ সালে যে বিষয়গুলাতে নজর দিতে হবে
- ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্র অনেক বিশাল, আমরা যা ভাবি তার থেকেও অনেক বড়।
- কিছু দিনের মধ্যে বেশীরভাগ মানুষ ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হবে।
- এটি সবচেয়ে স্বাধীন পেশা, তবে সহজ নয়।
- টেকনোলজির প্রসার এই পেশাকে আরও সহজ করে দিবে।
- ৪র্থ শিল্পবিপ্লবকে মাথায় রেখে দক্ষতা অর্জন করতে হবে।
ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু ভুল ধারণা
- ৫-১০ হাজার টাকা দিয়ে ২ মাস কোর্স করলেই হাজার হাজার ডলার আয় করা যায়!
- ভালো ট্রেইনার হলে বা নাম করা ট্রেইনিং সেন্টারে গেলেই সফল হওয়া যায়!
- CAPTCHA এন্ট্রি, ফেইক লাইক, পিটিসি, BET365 এগুলো ফ্রিল্যান্সিং!
- ফ্রিল্যান্সিং করা খুব সহজ, দিনে ২ ঘন্টা সময় দিলেই হাজার টাকা!
- ফ্রিল্যান্সিং মানেই SEO করা!
- ফ্রিল্যান্সিং শুধু IT বা CSE ব্যাকগ্রাউন্ডের জন্য। বিজনেস, নন-আইটি বা ইঞ্জিনিয়ারিং এর ছেলে-মেয়েদের জন্য না।
- ফ্রিল্যান্সিং করতে হলে আইটি ওরিয়েন্টেড বা টেকনিক্যাল ফিল্ডেই কাজ করতে হবে।
গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ
ফ্রিল্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বড় যে গুণটা দরকার, তা হল নিজ থেকে বুঝে নেয়ার ক্ষমতা। কাউকে জিজ্ঞাসা করার আগে নিজে সময় দিয়ে, মাথা খাটিয়ে, ইন্টারনেট ঘেঁটে শিখে নেয়ার চেষ্টা।
কারণ যে আপনাকে পরামর্শ দিতে পারবে, অবশ্যই সে নিজে অনেক ব্যস্ত, তাকে ছোট খাটো সব বিষয়ে প্রশ্ন করে তাকে বিরক্ত করা ছাড়া কোন কাজ হবেনা।
কিন্তু আপনি যদি নেট ঘেঁটে কিছু শেখার-জানার দক্ষতা রাখেন, আপনি যে কোন ফিল্ড নিয়ে কাজ শুরু করে নিমিষেই সফল হতে পারবেন।
কিছু অপ্রকাশিত তথ্য
- দেশে ৬ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং অথবা অনলাইন প্রফেশনাল।
- নাম-সর্বস্ব ট্রেইনিং সেন্টারের সংখ্যা ১১,০০০ +
- ট্রেইনিং প্রাপ্ত নাম-সর্বস্ব স্কিল্ড ছেলে-মেয়ের সংখ্যা ২০ লাখেরও বেশি। এর অর্থ হল ২০ লক্ষ বেকার, কারণ তারা সত্যিকার অর্থে স্কিল্ড না।
- নন-আইটি, বিজনেস, ক্রিয়েটিভ, ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই ছাড়া) ব্যাকগ্রাউন্ড এর জন্য কাজের সংখ্যা মোট মার্কেটের ৫৩%।
- আইটি ব্যাকগ্রাউন্ডের বাইরের সবার ফ্রিল্যান্সিং করতে হলে আইটির কাজ শিখতে হবে না, তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডের কাজই মার্কেটে অনেক আছে।
প্রেজেন্টেশনের সারমর্ম
- নিজে শেখার চেষ্টা করুন।
- ট্রেইনিং সেন্টারের হেল্প যদি নিতেই হয়, তাদের ব্যাকগ্রাউন্ড, ট্র্যাক রেকর্ড চেক করুন। ট্রেইনারের প্রোফাইল, পোর্টফোলিও দেখুন। প্রয়োজনে এই ফিল্ডে সফল কারও পরামর্শ নিন।
- অল্প দিনে অনেক টাকা আয় করার কথা যারা বলে তাদের থেকে দূরে থাকুন।
- পুরোদমে ফ্রিল্যান্সিং করবেন, তবে ৩-৫ বছরের বেশি না, এর পর উদ্যোক্তা হবার চেষ্টা করবেন।
দীর্ঘ সময় ধৈর্য ধরে শোনার জন্য
অসংখ্য ধন্যবাদ
Md. Al Masud
Founder & CEO , IT Vanilla
almasud2010@gmail.com
01723856879